এখন বলতে পারেন, আপনার ভিতরে সে রকম শৈল্পিক কিছু নেই। ভুল বললেন। আছে, কিন্তু আপনি জানেন না - এটা হতে পারে; কিন্তু নেই - এটা একেবারেই সম্ভব না। যে লোক প্রচুর লোক সমাগম হয় এমন কোন জায়গায় চা বিক্রি করে - খেয়াল করে দেখবেন সে চা বানানোটাকেও প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে ফেলেছে। শুধুমাত্র চর্চা, আর কিছু না।
মূল চিন্তার জায়গাটা এখানেই। মার্কেটে তো আপনার প্রতিযোগী নেই। আপনি তো প্রথম এর পরে কি? এবার কার সাথে প্রতিযোগীতা করবেন আপনি? তালিকার প্রথমে চলে এসেছেন তো!
তো স্কুলে আমরা পড়াশোনা করে একেবারে বিদ্যাদিগগজ না হয়ে গেলেও বাঁদরামো শিখেছিলাম অনেক! এই স্কুলেই আমি শিখেছিলাম ফুটবল খেলার জন্য এত্ত বড় একটা ফুটবল এর দরকার নেই, স্প্রাইট বা কোক এর বোতলের মুখ বা ছিপি দিয়েও অনায়াসে ফুটবল খেলা যায় এবং গোলও হয়। সেই গোলে ম্যাচ জিতেও আসা যায়! কি অসাধারণ ইনোভেশন! ভাবা যায়?
সরকারের পাশাপাশি প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি উদ্যোগেও ত্রাণ বিতরণ হচ্ছে প্রতিদিন। এসব আমাদের সাহস যোগায়, স্বপ্ন দেখায়। কিন্তু এই সাহসের নামে দুঃসাহস যেন দুঃস্বপ্ন ডেকে না আনে।
মানুষ কী আসলেই লিডার বা নেতা হয়েই জন্মায়! নেতৃত্ব কি মানুষ জন্মসূত্রে পায়? আপনার কি মনে হয়? এটা কি ঐশ্বরিক কোন ক্ষমতা?
এসির পরে এবার ল্যাপটপ কিংবা মোবাইলের মাধ্যমেও ছড়াতে করোনা ভাইরাস। কমিউনিকেশন ডিভাইস ব্যাবহারে সতর্ক হবার সময় এসেছে।
ক্ষুদ্র ব্যাবসায়ীদের জন্য কর্মী নিয়োগ খুব কমন একটা সমস্যা। ব্যাবসাটি ছোট হওয়ায় একজন কর্মী বাছাইয়ে একটা ভুল হলেই ধ্বসে যেতে পারে সমস্ত ব্যাবসা!
করোনা বা কোভিড -১৯ এর প্রভাবে সারা বিশ্ব আজকে হঠাৎ করে যেমন থমকে গেছে, তেমনি আমরাও হঠাৎ করে অনেকটা সময় পেয়ে গেছি নিজেকে দেয়ার। সময়টাকে নতুন করে গুছিয়ে নেয়ার। কিন্তু আসলেই কী আবার নতুন করে গুছিয়ে নেয়ার দরকার আছে?